সুন্দরী - Sundori Eco Resort

Sundori Eco Resort is located at West Dhangmari, Mongla, Khulna, Sundarban. Just half an hour from Mongla Port, just the bank of Posur River. So, you can have a tremendous view of Sundarban from the resort. Sundori Eco Resort is a community-based Eco Tourism initiative. An ecotourism site dedicated to a plant Golpata or Nypa Palm that lends itself to grace, adding to the bizarre beauty of the Sundarban.

Sundori Eco Resort is surrounded by the Golpata and a huge pond. You can go for relaxing boat rides own the Dhangmari canal, watch the early morning birds from the pond cottages or cook with the host family to prepare your own exotic meal.

যান্ত্রিক জীবনের জটিলতা এড়িয়ে নিরব নিস্তব্ধ পরিবেশে আভিজাত্যের সাথে দুই একটা দিন ঘুরে আসুন সুন্দরবনের পাশে অবস্থিত সুন্দরী ইকো রিসোর্টে

সুন্দরী ইকো রিসোর্টের চমৎকার লাউঞ্জ আর ওপেন ডাইনিং প্লেসে বসে সেরে নিতে পারবেন ন্যাচরাল মেডিটেশন। প্রত্যেকটি রুমের পাশেই আলাদা বারান্দায় হ্যামকে শুয়ে দেখতে পারবেন ঢাংমারী ক্যানেলের জোয়ার ভাটার অদ্ভুত সুন্দর খেলা।

সুন্দরবনের গহীনে নদীর কোল ঘেষে সম্পূর্ণ ইকো সিষ্টেমে তৈরি সুন্দরী ইকো রিসোর্ট। নির্জন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এবং পশুর জঙ্গলের মাঝখানে নদী পথে বোট ট্রিপ, বাঁশের তৈরি রাস্তায় খালি পায়ে হাঁটার উষ্ণতা এবং গোলাপাতায় ঘেরা সুন্দরী ইকো রিসোর্টের সৌন্দর্য পরিবেশিত জায়গায় সময় কাটানো, গোধূলির বিকেলে গ্রামবাংলার বাজার ঘুরে দেখা, রাত হতে হতে সবাই মিলে বার বি কিউ পার্টি এবং বন-জঙ্গলের ছোট ক্যানেলে সাইলেন্ট বোট ট্রিপ! এমন রোমাঞ্চকর অনুভূতির সাক্ষী হতে চাইলে, চলে আসুন আমাদের সুন্দরী ইকো রিসোর্টে। বুকিং দিতে কল করুনঃ +88 02 48956492, +88 02 48957989, +88 01873 323 553, +88 01531 183 253, +88 01877 825 569.



সুন্দরী ইকো রিসোর্টে রয়েছে ৬ টি প্রিমিয়াম ক্যাটাগরির কাপল ভিলা এবং ১ টি এফ এন এফ নন এসি ভিলা। রুমে কিংবা বারান্দায় বসেই প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চলে আসুন সুন্দরীতে। আমাদের রয়েছে একটি খোলা রেস্তোরাঁ যেখানে বসে প্রকৃতির মাঝে মিলিয়ে যাবেন।


❑ ভাড়া এবং বিস্তারিতঃ

Room Category Capacity Discount Price
Mangrove (AC Couple Villa - Sundarban View) 2 Person Tk. 5,000/-
Rain Castle (AC Couple Villa - Sundarban View) 2 Person Tk. 5,000/-
Gol Pata (AC Couple Villa - Jungle View) 2 Person Tk. 5,000/-
Bon Moyori (AC Couple Villa - Jungle View) 2 Person Tk. 5,000/-
Chaya Sundori (AC Couple Villa - Cannel View) 2 Person Tk. 5,000/-
Dimer Chor (AC Couple Villa - Cannel View) 2 Person Tk. 5,000/-
Dhanmari FNF Villa (Non-AC) 6 Person Tk. 8,100/-
এছাড়াও আমাদের রয়েছে ফুলবোর্ড প্যাকেজ। মংলা - রিসোর্ট - করমজল - মংলা। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন


❑ Includes:


❑ Resort Facilities:



❑ সুন্দরীতে যেভাবে আসবেনঃ

❑ দেশের যে কোন প্রান্ত থেকে মোংলা বাস স্ট্যান্ড এসে মোংলা ঘাট থেকে সরাসরি ট্রলার (ছাদ ওয়ালা নৌকা) যোগে রিসোর্টের আঙ্গিনায় চলে আসতে পারবেন সুন্দরবন এর ক্যানেল ক্রুইজিং করতে করতে।

❑ অথবা মোংলা থেকে নৌকায় করে নদী পার হয়ে বানিয়াশান্তা বাজার আসতে হবে। সেখান থেকে অটো, খোলা ভ্যান, মোটরসাইকেল যোগে রিসোর্টে চলে আসতে পারবেন।

❑ অথবা কেউ প্রাইভেট কার নিয়ে আসতে চাইলেও সরাসরি আসতে পারবেন। মোংলার আগে লাউডোব ফেরিঘাটে ফেরি পার হয়ে সরাসরি রিসোর্টে চলে আসতে পারবেন।

❑ বনের ভিতরে ১.৩০ মিনিট সাইল্যান্ট বোটে ভ্রমণ করলে, ১৫০০/- টাকা পরিশোধ করতে হবে।




❑ যেভাবে বুকিং দিবেনঃ

বুকিং দিতে অথবা বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে।

সরাসরি অফিসে এসেও বুকিং দিতে পারবেন।

ঢাকা বুকিং অফিসঃ Kite Bangladesh Holidays;

Plot #87, BNS Center (4th floor), Suite No. 507/A,
Sector #07, Uttara, Dhaka-1230, Bangladesh.

❑ বুকিং হটলাইনঃ

+88 02 48957989

+88 01873 323 553

+88 01531 183 253

+88 01877 825 569